প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
বিএনপির কর্মীকে পিটিয়ে আহত, এখনো থানায় মামলা হয়নি

১লা সেপ্টেম্বর বিসিকে রিয়াজ নামের এক বিএনপি কর্মীকে তুচ্ছ ঘটনা নিয়ে বেধরক পিটিয়ে আহতে করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
আহত রিয়াজ তার বক্তব্যে বলেন, আমি জাহাঙ্গীর মামার অফিসে ছিলাম, তখন আমাদের অফিসের ৩ জন ছোট ভাই আমাকে এসে ভাই আমরা সরকারি রাস্তায় থাকা গাছের পাতা ছেড়ার কারণে কিছু লোক আমাদের মারধর করেছে।
আমি ওদের কথা শুনে সেখানে যাই এবং যারা মারধর করেছে তাদের জিজ্ঞাসা করি তারা কেনো আমাদের অফিসের লোকদের গায়ে হাত তুলেছে।
আমার কথা শুনে তারা কিছু জিজ্ঞাসা না বলেই আমাকেও মারধর শুরু করে। তাদের মারধরে আমি মাটিতে লুটিয়ে পরি আর জিজ্ঞেস করি আমাকোরছেন কেনো আমি কি করেছি।
আমি তাদের মার খেয়ে উঠতে পারছিলাম না, তখন তারা আমাকে তাদের গোডাউন ঘরে নিয়ে যায় এবং আমার কাছে থাকা মোবাইল ফেন, পকেটে থাকা টাকা নিয়ে যায়।
তারপর তারা আমার হাত পা বেঁধে মুখে কাপড় দিয়ে পুনরায় মারধর আরম্ভ করে। এক পর্যায়ে তারা পুলিশ নিয়ে আসে এবং আমাকে মুমুর্ষ অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আমার কাছে পুরো ঘটনা জানতে চায়, আমি পুলিশকে পুরো ঘটনা বলি, পুরো ঘটনা শুনে পুলিশ আমাকে বলে অন্যায় ভাবে মারা হয়েছে এর বিচার হবে কিন্তু আগে তোমার চিকিৎসার প্রয়োজন তুমি আগে হাসপাতালে যাও চিকিৎসা কর।
তখন আমি উঠতে পারছিলাম না এটা দেখে পুলিশগন আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। আমি ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আসি।
আমাকে যারা অন্যায় ভাবে মেরে রক্তাক্ত করলো আমি তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। পাশাপাশি তাদের কঠোর শাস্তি দাবী করছি।
সাংবাদিকদের সাথে কথা বলার পরের দিনই তার অবস্থা পুনরায় আশংকাজনক হয়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনা শুনেছি, তাদের সাথে কথা হয়েছে, ভিকটিম কে নিয়ে হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে, এখনো মামলা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট